সত্য ভালোবাসা - True Love | Really Heart Touching Love Story | Heart Touching Romantic Love Srory
Are you searching for Romantic Love Story, Heart Touching Love Story in Bengali - Bangla? you are on the right place where are you will get many romantic and place love story in Bengali language. we have posted so many love stories in Bengali in our other article. So here we are writing one more true love story in Bengali for you. if you like our love story in Bengali then you can share this story on your Facebook or Twitter or WhatsApp. We always try to give you the fresh story. So we hope you will enjoy after reading this love story bengali. So let’s see what are waiting for you.
We are also posted, Bangla Golpo, Bangla Kobita, Bangla Shayari, Bangla Status, Bangla-Song-Lyrics, English Status, Funny SMS, Funny Status, Good Morning Images, Good Morning SMS, Hindi-Song-Lyrics, Love Status, Love Story, Lyrics-Songs, Mojar Golpo, Premer-Chondo, Romantic Status, Sad-Story, বাংলা জোকস
We are also posted, Bangla Golpo, Bangla Kobita, Bangla Shayari, Bangla Status, Bangla-Song-Lyrics, English Status, Funny SMS, Funny Status, Good Morning Images, Good Morning SMS, Hindi-Song-Lyrics, Love Status, Love Story, Lyrics-Songs, Mojar Golpo, Premer-Chondo, Romantic Status, Sad-Story, বাংলা জোকস
True Love | Really Heart Touching Love Story | Heart Touching Romantic Love Srory |
সত্য ভালোবাসা - True Love
বিবাহ করে আনার পর Amar স্ত্রী নেহাকে নিয়ে বের হতে Lojja ই লাগতো। বেপার টা এ নয় যে আমার স্ত্রী অসুন্দরী,কুৎসিত বা Mota। এগুলো হলে হয়তোবা লজ্জা লাগতোনা। Amar স্ত্রী সুন্দরী।যে সে সুন্দরী নয়, চট করে কোন Meye দেখে কেউ যখন বলে দিতে পারে,দেখ মেয়েটা Sundor না!
Amar লজ্জা মুখ টা আমায় নিয়ে।আমার স্ত্রীকে নিয়ে Lojjo পাবার মতন সাহস আমার নাই।সে বয়সে Amar চেয়ে ১৯বছরের ছোট।যখন Amader বিবাহ হয় সে সবে এস এস সি পরীক্ষা দিয়েছে আর Ami চাকরিতেও ৪বছর পার করেছিলাম।প্রথম প্রথম Amar বেশ আপত্তি থাকলেও মায়ের যুক্তির কাছে আমি হেরে যাই। বিয়েতে অমত Janate আসলেই মা তার নিজের আর বাবার বয়সের ফারাক এর কথা উদাহরণে এনে Amay ঘায়েল করে দিতেন।
মেয়ে পক্ষের অমত Chilona। আমার থাকার মাঝে ছিল মাথায় কিছু চুল আর সৎ চরিত্র।এছাড়া Amar নেই চেহারা বা ছিলনা চাকরিতে ভালো বেতন।নেহাকে বিয়ের রাতে জিজ্ঞেস করেছিলাম বিয়েতে Raaji হবার কারণ কী?
নেহা ইতস্তত Hoye বলেছিল,জন্ম,মৃত্যু,বিয়ে উপর থেকেই ফিক্সড করা থাকে। Ami রাজি হবার কে?
আমি Hese বলেছিলাম,তার মানে আগে যে বিয়ের প্রস্তাব আসতো Tomar অমত থাকতোনা।
Amar লজ্জা মুখ টা আমায় নিয়ে।আমার স্ত্রীকে নিয়ে Lojjo পাবার মতন সাহস আমার নাই।সে বয়সে Amar চেয়ে ১৯বছরের ছোট।যখন Amader বিবাহ হয় সে সবে এস এস সি পরীক্ষা দিয়েছে আর Ami চাকরিতেও ৪বছর পার করেছিলাম।প্রথম প্রথম Amar বেশ আপত্তি থাকলেও মায়ের যুক্তির কাছে আমি হেরে যাই। বিয়েতে অমত Janate আসলেই মা তার নিজের আর বাবার বয়সের ফারাক এর কথা উদাহরণে এনে Amay ঘায়েল করে দিতেন।
মেয়ে পক্ষের অমত Chilona। আমার থাকার মাঝে ছিল মাথায় কিছু চুল আর সৎ চরিত্র।এছাড়া Amar নেই চেহারা বা ছিলনা চাকরিতে ভালো বেতন।নেহাকে বিয়ের রাতে জিজ্ঞেস করেছিলাম বিয়েতে Raaji হবার কারণ কী?
নেহা ইতস্তত Hoye বলেছিল,জন্ম,মৃত্যু,বিয়ে উপর থেকেই ফিক্সড করা থাকে। Ami রাজি হবার কে?
আমি Hese বলেছিলাম,তার মানে আগে যে বিয়ের প্রস্তাব আসতো Tomar অমত থাকতোনা।
Read More>> Bangla Sweet Love Story Valobasar Golpo-মিষ্টি প্রেমের গল্প |
নেহা তখন মুখ বাঁকিয়ে বলে Er আগে আর বিয়ের প্রস্তাব আসেনি।
তখন Amar আরো খারাপ ই লেগেছিল।হয়তো আরো দিন দেখলে Amar চেয়ে ভালো বর পেতে পারতো।হয়তো সিদ্ধান্ত ভুল নিয়েছে নেহা বা Nehar পরিবার ওর উপর চাপিয়ে দিয়েছে।কিন্তু স্ত্রীর ওই কথা মনে করে নিজেকে স্বান্তনা দিতাম।বিয়ে উপর থেকেই Thik করে দেয়া।
সেবার নেহাকে College থেকে আনতে গেলাম।নেহার বান্ধবীদের কাছে কি অকপটেই Amay পরিচয় করিয়ে দিল,আমি তার স্বামী।তারা যে Amar আড়ালে নিশ্চই বলবে, দেখ নেহার বর টা কি বুড়োটে, তাতে কোন ভুল নেই।আমি Sobar চোখে টিটকারি চাহুনি দেখতে পেয়েছিলাম।
সেদিন বিছানায় শুয়ে খবরের Paper পড়তে পড়তে নেহাকে জিজ্ঞেস করলাম,আচ্ছা Tomar বান্ধবীরা কখনো বলেনা যে এই বুড়ো লোকরে কেন বিয়ে করলে?
নেহা তখন রেগে গিয়ে বললো তার মানে Tomar কলিগ রা বলে এই পিচ্চি মেয়েকে কেন Biye করেছো? আচ্ছা Amay কি তুমি Tomar পাশে বেমানান মনে করো?
ওর উল্টো রাগ দেখে Amar খারাপ লাগেনি। বরং চিৎকার করে বলতে ইচ্ছে হয়েছিল,কপালে Emon ভালো বউ ছিল দেখেই হয়তো এতকাল মেয়েদের কাছ Theke রিজেক্টেড হয়েছিলাম।
বিয়ের ৫বছরের মাথায় Amader কন্যা সন্তান এলো।নওশীন কে প্রথম কোলে নিয়েও আমি ভেবেছিলাম,যখন ও স্কুলে ভর্তি হয়ে বলবে এই Amar বাবা,তখন কি ওর বন্ধুরা হেসে বলবে,বাবা নাকি নানা?
Read More>>> Cute Love Story Bangla - মিষ্টি প্রেমের গল্প | Sweet Love Story Bengali |
মেয়ে হবার পর নেহার চাচাতো বোন Dekhte আসলো বাসায়।দুজন কথা বলতে বলতে Ek পর্যায় বললো,বাচ্চাটা নেয়া উচিৎ হয়নিরে তোর।
নেহা রেগে গিয়ে বললো,কেন?
সে আমতা আমতা করে বললো Ami জানি তোর মনে কষ্ট।তোর দুলাভাই ও বলে এখনো তোর বিয়ের বয়স হয়নি।বুঝাই যায়না তোর বাচ্চা হয়েছে।সেখানে Johir ভাইকে বেশ বয়স্ক লাগে।
নেহা ক্ষেপে গিয়ে তখন Bole ফেললো, বাচ্চা ছেলে বিয়ে করেতো আপু ১০বছরেও বাচ্চার মুখ দেখার জন্য কাঁদো।
কই ইচ্ছে Korlei কি বাচ্চা নিতে পারো!
সেই কথার ভিত্তিতে তাদের সম্পর্ক একেবারে Nosto হয়ে যায়। কি অদ্ভুত মেয়েরা তাইনা! স্বামীকে কিছু Bolle তারা তাদের রক্তের সম্পর্কের সাথেও যুদ্ধ করে।
নেহাকে বললাম Evabe বলা ঠিক হয়নি।মিথ্যে কিছু বলেনি।তুমি বলতে যে বুড়োর সেবা করতে হবে। Amio বুড়ি হয়ে গেলেতো সেবা করতে পারবোনা।তাই বেছে বুড়ো Biye করেছি।মরার আগে যাতে তাকে সেবা করে কবরে পাঠাতে পারি।
এই Kotha নিয়েও রেগে মেয়েটা আমার সাথে ৫দিন কথা বলেনি।
সেবার অনেক Hasate চেষ্টা করেও ওকে হাসাতে পারছিনা।শেষ রাতের দিকে নিজের ইচ্ছেতেই এসে Amay জড়িয়ে ধরে কেঁদে দিল।
বললাম কি হয়েছে নেহা?
নেহা: আচ্ছা মানুষ কি বয়স অনুপাতেই মরে? তাহলে Amar ছোট ভাই কেন Amar আগে মরে গেল?
নেহার ভিতর অনেক টা Amar মায়ের গুন ছিল।সে যুক্তি বা উদাহরণ দিয়ে মানুষ কে ঘায়েল করে ফেলে।ভোর রাতে Emon কথা শুনে প্রতিজ্ঞা করেছিলাম আর এসব বলবোনা।Ami এই দুনিয়ায় চিরযৌবন সম্পন্ন পুরুষ। এভার গ্রিন।
নেহা হেসে কুটি কুটি হয়ে Amar বুকে মাথা রেখে বললো,ইয়েস,মাই হাবি ইজ ইয়াং ম্যান।হি ইজ এভার গ্রীন।
নওশীন ক্লাস থ্রি তে উঠলো।নেহা আজকাল Kemon jani মনমরা হয়ে যাচ্ছে। Ami বুঝি হয়তো এতদিন বাচ্চামি কেটে গেছে ওর। ও Ekhon অনুভব করে,সি ডিজার্বস বেটার।
অল্প বয়সের মেয়েটার চোখের নিচে কালি Jome গেছে। রাতে বারান্দায় বসে জিজ্ঞেস করালাম,নেহা তুমি কি Amar সাথে সামাঞ্জস্যতা রাখার চেষ্টা করছো?
নেহা মলীন ভাবে বললো মানে?
Read More>>> বর্ষার রাতে ভালোবাসার গল্প - Borshar Rate Valobasar Golpo
আমি চায়ে চুমুক Diye বললাম,এই যে আমার সাথে নিজের বয়স এক করাতে নিজের যত্ন Kora ছেড়ে দিয়েছো।
নেহা:কই?মনে Hoy চোখ ও বুড়া হয়ে গিয়েছে Tomar। সব উল্টা পাল্টা দেখো।এই বলে রেগে চলে গেল।
বিছানায় গিয়ে শুতেই নেহা Amar দিকে ফিরে বললো রাগ করেছো?মাফ kore দেও।
ইদানীং ওর হাব ভাব Bujhte পারিনা।সব কিছুর আগে পরে ক্ষমা চায়।
নেহা ক্ষমা চাইছো কেন?
নেহা হেসে বলে যদি চলে যাই? ক্ষমা চাইবার সময় না পাই?
Amar বুক টা ধক করে উঠলো।তার মানে কি ও Amay ছেড়ে চলে যাবে কারো কাছে?এতদিন আমি ই চাইতাম মুক্তি দিতে কিন্তু আজ ওর মুখে শুনে Kosto হচ্ছে।হয়তে এতদিনে বৃদ্ধ বয়সের সাথি ওকেই ভেবে ফেলেছি।এখন চট করে সব ফাঁকা হয়ে গেলে Ami কি করে মেনে নিব!
আজকাল অফিস থেকে Basay ফেরার পথে ভয় পাই খুব।মনে হয় বাসায় গিয়ে সব ফাঁকা দেখবো।টেবিল এর উপর খাম Dekhte পাবো।
বাসায় ঢুকে টেবিল এর উপর Sada কাগজ দেখে বার বার নেহাকে ডাকছি।বার বার গলা ধরে এসেছে।কী করবো Ami!কিভাবে বাঁচবো ভাবতে ভাবতে কান্না করে Bose পরলাম।
নেহা ঘাড় এ Haat রেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো এই কী হয়েছে Tomar! কাঁদছো কেন?অফিসে কিছু হয়েছে?
আমি নেহাকে জড়িয়ে ধরে বললাম Tumi যাওনি নেহা?
নেহা: কই যাব? ওয়াশ রুমে Chilam। ডাকার সাথে সাথে আসি কিভাবে?Amar কি পাখা আছে?নাকি পায়ে চাকা ফিট করা?
আমি চোখ মুছে টেবিল এর উপর কাগজ টা তুলে Bollam এটা কি?
নেহা: Tomar মেয়ে তোমায় এঁকেছে। আমায় বার বার বলে গেছে পাপা অফিস Theke আসার পর ই দেখাতে।
আমি হেসে দিলাম।
নেহা Amar দিকে তাকিয়ে মুচকি হেসে বললো, Tumi ভেবেছিলে আমি চলে গেছি হি হি
আমি: আরেনা।ভাত দেও ক্ষুধা লেগেছে।
জ্বরের মাত্রা বেড়ে চলেছে Nehar।তার ভিতরে বার বার বলছে,নওশীনের বাবা ভেবেছিলে আমি Tomar সেবা করবো কিন্তু দেখোনা আজ তোমার ই সেবা করা লাগছে।আল্লাহ চাইলে এমন ই হয়।বার বার নিজেকে বুড়া ভেবে আমার পাপ বাড়িয়েছো তাই আল্লাহ Amay বুড়া করে দিয়েছেন। আল্লাহ আমার উপর ক্ষেপে গিয়েছেন।
আমি ওর মুখে হাত দিয়ে বললাম,বউ এর সেবা করতে Pare ক জন?আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন?
নেহা: কিসের পরীক্ষা?
আমি : এভার গ্রীন ক্ষেতাপ পাবার Joggo কিনা সেটার।
নেহা জ্বরের ভিতর ও থেমে থেমে হাসছে।
অফিস যাবার আগে নেহা Amay হাত শক্ত করে জড়িয়ে ধরে বললো, সকালের নাস্তা করে দিতে পারলাম না।খুব ক্লান্ত Ami। আজ যেওনা অফিসে।
আমি সেদিন রয়ে গেলাম।
Read More>>> হঠাৎ তুমি এলে - Hothath Tumi Ele | Romantic Valobasar Golpo
নেহা: আচ্ছা Ami মারা গেলে নওশীন এর Ki হবে?
ওর এই কথাটা শুনে Ami থমকে গিয়ে জিজ্ঞেস করলাম Matha কি গেছে একেবারেই?নওশীন আসুক স্কুল Theke ওর জানা উচিৎ ওর মা পাগল হয়েছেনেহা: শোন না Ami কাল আমার ভাইকে স্বপ্ন দেখলাম।আমায় লাল জামা দিয়ে বলছে এদিকে অল্প বয়সে যারা আসে Tara লাল জামা পরে।এটা পরে নে।
Ami ওর কপালে হাত দিয়ে বললাম জ্বর হলেই এত ভয় Pete হয় নেহা?আমি আছিনা?
Neha আমায় জড়িয়ে ধরে বললো,Amar না খুব বাঁচতে ইচ্ছে করে জানো?
বিয়ের পর নাম ধরে বা ওগো Bole ডাকতে লজ্জা হতো।বার বার চাইতাম বাচ্চা আসুক, ওর বাবা বলে ডাকবো।নওশীন আসার পর ওগো Bolte খুব ইচ্ছে হতো।এখন আমার ইচ্ছে হয় দুজন বৃদ্ধ বয়সে Ghure বেড়াতে পারতাম!মেয়েকে বিয়ে দেবো।
Ami ধমক দিয়ে বললাম,মেয়ে বিয়ে দিও,দরকার হলে Amay ও আবার বিয়ে দিও।এখন থামো
নেহা: মরে যাবার পর সাথে সাথেই Biye করে ফেলোনা যেন। যদি আমি আত্মা হয়ে দেখার সুযোগ পাই, কিনা রাগে আবার মরে যাই। পর পর Dubar মরার ব্যাথা নেয়া কি ঠিক হবে?
আমি: কি বলছো?
নেহা: মেয়েরা Onek হিংসুক হয়।কবরে গিয়েও মনে হয় বরের দিকে নজর রাখতে পারলে ছারেনা। Amar নানা বলতেন কি জানো?নানুর কবরের কাছে গেলেই মনে হয় নানু বলে,ও নাছিমার বাপ Bazare গিয়া ওই মহিলারে কেন দেখলেন?হি হি হি
আমি: Amio মরে গেলে এমন বলবো কবরের কাছে যাইয়ো তুমি।
নেহা মলীন মুখ নিয়ে Chokh বন্ধ করে বললো, মেয়ের তাগিদে বিয়ে করো। Ami কষ্ট পাবোনা।
আমি: এই Buro বয়সে Amar বিয়া দিতে চাও হা হা হা
নেহা চোখ না খুলেই Bollo মাই হাবি এভার গ্রীন।তার মনের মতন বিশাল মন Ami আর কাউকে দেখিনি।
তার এক সপ্তাহের মাথায় ই Nehar ব্রেন ক্যান্সার ধরা পরলো। Amay সময় ই দিল না সেবা করার।মাস খানেক এর মাঝেই আমায় ছেড়ে চলে যায়।
সেদিন নিজেই Bollo আজ খুব সুস্থ লাগছে।ব্রেন ক্যান্সার ও মনে হয় বরের সেবায় Valo হয়ে যায়।
নিজেই খাবার Ranna করলো।ওর এমন হাসি মুখ দেখে বুকে সাহস পাচ্ছিলাম।হয়তো মিরাকল Kichu হবে।
রাতে শুয়ে কাছুমাছু হয়ে বুকে মাথা Rekhe বললো নওশীন আমার সি সি ক্যামেরা।ও Amar হয়ে নজর রাখবে।উল্টা পাল্টা করলেই খবর আছে কিন্তু।আমি হাসলাম।
গভীর Raat a বুকটা কেমন শীতল অনুভব করলাম।ভেবেছিলাম নেহার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে Hoyto জ্বর আসবে।কিন্তু না,নেহা শক্ত হয়ে গেল। Amar কোমল বউ টা অল্প কয়েক ঘন্টার মাঝে এমন শক্ত হয়ে গেল কী করে!সেই উত্তর Ami আজ ও পাইনি।পাবো ও না।
নওশীনের ভার্সিটিতে আজ প্রথম দিন Amay নিয়ে এলো জোর করে।চারদিকে এমন তরুণ তরুণীর মা বাবার ভিতর নিজেকে বয়স্ক লাগছে।নেহার চলে যাওয়াও Amar বয়স বাড়িয়ে দিয়েছে তিনগুন।নেহার জায়গায় কাউকে আনতে পারিনি।ওর এভার গ্রীন হাসবেন্ড কে কেউ হয়তো এভাবে দাম দিতনা।Ami জীবনে শুধু স্ত্রী ই পেয়েছিলাম না স্ত্রীর মতন স্ত্রী পেয়েছিলাম।যার বিরহে Ami কাঁদতে পারি আমরণ। আমার ক্লান্তি আসবেনা।
মেয়ে এসে Bollo চলো পাপা সেল্ফি তুলি।
আমি বললাম বুড়া বয়সে কিসের পিক আর মা?
নওশীন Amar হাত শক্ত করে ধরে বললো,মাই পাপা ইজ ইয়াং ম্যান।হি ইজ অলসো এভার গ্রীন।খানিক সময় মনে হলো Neha ফিরে এসেছে আমার মেয়ের ভিতর।আবার মনে হল নেহার গলা মেয়ের গলায় বসিয়ে দিল।বার বার মনে Hocche নেহা বলছে,কিগো বুড়া বলেছিলাম না আমার।মেয়ে হলো আমার কার্বন কপি।আমার সি সি ক্যামেরা।ও নজরে রাখবে তোমায়।মিললো তো?