কেউ নেই বলার - ছোটো গল্প | Kew Nei Bolar - Bangla Choto Golpo

কেউ নেই বলার - ছোটো গল্প - জুবাইদা আক্তার

কেউ নেই বলার - ছোটো গল্প - জুবাইদা আক্তার

গল্পঃ কেউ নেই বলার
লিখেছেনঃ জুবাইদা আক্তার


রাগ করেছো..?
কেনো রাগ করেছো অবোধ বালিকা?
কেনো এত অভিমান,
দুটি আখি টলমল জলে!
মুখে মেঘ কেনো,

দেখে মনে হয়,
আমি যেনো বকেছি তোমায়!
এ গাম্ভীর্য কেন?
হাসিহীন এত কঠোরতা,
মানায় কি সখি তোমায়?
মানায় নাতো সখি।

বলছি তো ভালোবাসি,
ভালোবাসি আমি তোরে,
সত্যি বলছি সখি...,
মিথ্যে নেই কোনো।
প্রাণ দিয়ে ভালোবাসি
সাক্ষি নিজেই আমি।
কেউ নেই বলার।


Translate in English


Are you angry ..?
Why are you so angry?
Why so proud,
Two sugarcane is in the running water!
Buy clouds in the face,

It seems
I was like a buck!
Why is it so important?
So hardness of laughter,
What do you enjoy?
Neither do you agree.

Guys i love
I love you
Honestly ...
No lie.
Love with my soul
The witness is me.
There's no telling.

©Jubaida Akter:  আপনার লেখা (কেউ নেই বলার) ছোটো গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।