পদার্পন - জুবাইদা আক্তার | Podarpon - Jubaida Akther
![]() |
পদার্পন - জুবাইদা আক্তার | Podarpon - Jubaida Akther |
পদার্পন
জুবাইদা আক্তার।
তার পদার্পন ছিল
আমার পর্ণ কুটিরে
আশা'র প্রদিপ জ্বালিয়ে
এসেছিল কোনো এক ক্ষণে।
আলো পেয়েছিল আধার ঘরে
আবার নতুন করে
কন্ঠে পেয়েছিল সুর
সঙ্গি হীনের ঘরে।
ছোট ছোট চাওয়া
সবই মিলেছিল।
সুখের হাওয়া বইছিল
আমার পর্ণকুটিরে।
জোৎস্না মাখা রাতে
কত করেছি আলাপনন
রাত জেগে জেগে
সেই পর্ণ কুটিরে।
সুখ আর সুখ ছিল
ছিল না কোনো দুঃখ।
সুন্দর কাটছিল দিন
তার পদার্পণে।
আশা ছিল ফুলের শয্যায় বসে
বলব সকল কথা
ভেঙ্গে নীরবতা
তারই প্রেম পরশে।
আজও মনে পরে
তার পদার্পন ছিল
আমার পর্ণ কুটিরে
খুব নিরবে নিরবে।
Comments
Post a Comment