সাধ - জুবাইদা আক্তার - Sadh Jubaida Akther

সাধ জুবাইদা আক্তার - Sadh Jubaida Akther
সাধ জুবাইদা আক্তার - Sadh Jubaida Akther

সাধ
জুবাইদা আক্তার


তোমাতেই পেয়েছি খুজে
জীবনের যত সুখ ।
তোমাতেই পেয়েছি আমি
জীবনের কিছু দুঃখ।

তোমাতেই চেয়েছি আমি
বাঁচতে জনম জনম।
তোমার চরনেই
সপেছি আমি
বুক ভরা প্রেম।

কিছুকাল ধরে ভুরেছি আপনা
মগ্ন হয়ে তোমাতে।
আবারও তোমায়
করছি প্রেম নিবেদন
বুকে টেনে নাও মোরে।

তোমারেই চাওয়া বারেবারে
বিশ্বসম্রাটের দরবারে।
তোমায় নিয়েই বাধতে চাই 
সুখের সংসার ভুবন মাঝে।

তোমার বুকেই মাথা রেখে
নিতে চাই জীবনের শেষশ্বাস।
তোমার কাধেই ভর করে
যেতে চাই পরপারের বাড়ি।
বড়ই যে সাধ মনে
হয় যেনো সবই সত্যি।

আরো পড়ুনঃ>> ↴


Next Post Previous Post