হারিয়ে গেছে
জুবাইদা আক্তার।


হারিয়ে গেছে অনেক কিছু
জীবন থেকে রাত।
হারিয়ে গেছে মন থেকে
স্বপ্নের রঙ্গিন ক্যানভাস।

হারিয়ে গেছে ছেলে বেলা
শৈশবের দিন গুলো।
হারিয়ে গেছে পুতুল খেলার
সেই পুতুল দু'টো।

Also Read: Mayer Shopno

হারিয়ে গেছে পুতুল খেলার
শৈশবের সেই সাথী।
হারিয়ে গেছে রান্না ঘর
ধুলোর ভাত আর তরকারি।

হারিয়ে গেছে বউয়ের সাজে
নতুন বউয়ের সাজ।
হারিয়ে গেছে সেই বর
ছেলেবেলার মিছে সেই সংসার।

হারিয়ে গেছে স্কুল জীবন
ঘন্টা শুনে বাড়ি ফেরা।
হারিয়ে গেছে নানান বাহানায়
স্কুল ফাঁকি দেওয়া।

হারিয়ে গেছে বাদল দিনে
কাঁদায় গোড়া-গোড়ি।
হারিয়ে গেছে গ্রীষ্মের দুপুড়ে
ধুলো মাখা-মাখি।

হারিয়ে গেছে মায়ের ছড়া
ঘুম পাড়ানি গান।
হারিয়ে গেছে দাদির মুখে
ঠাঁকুমার ঝুলি গল্পের আসর।

হারিয়ে গেছে বাবার সাথে
মেলায় ঘুরার মজা।
হারিয়ে গেছে পহেলা দিনের
বৈশাখি সেই মেলা।

হারিয়ে গেছে বাবার কাধে
ফসলের মাঠ দেখা।
হারিয়ে গেছে দাদুর পিঠে
ঘোড়ার চেপে বসা।

হারিয়ে গেছে গল্পের আসর
পুরোনো দিনের সেই জাত্রা পালা।
হারিয়ে গেছে মোরগ লড়াই
আর লাঠি খেলা।

হারিয়ে গেছে খেলার গাড়ি
ট্রেন চলছে ঝকঝক।
হারিয়ে গেছে সুপাড়ি গাছের
সেই ঠেলা গাড়ি।

হারিয়ে গেছে আমার থেকে
শৈশবের দিন গুলি।

আরো পড়ুন ↴