তুমি চাইলে জুবাইদা আক্তার | Tumi Chaile - Jubaida Akther | Romantic Love Poem

তুমি চাইলে
জুবাইদা আক্তার।


তুমি চাইলে আমায়
করতে পারো তোমার প্রিয়জন।
তুমি চাইলে আমায়
ভালোবাসতে পারো জনম জনম।

তুমি চাইলে আমায়
রাখতে পারো তোমার পাশে আজীবন।
তুমি চাইলে আমায়
করতে পারো তোমার সঙ্গীনি জীবনে।

তুমি চাইলে আমার
হতে পারো নাকের নাক ফুল।
তুমি চাইলে আমার
হতে পারো প্রিয় গোলাপ ফুল।

তুমি চাইলে আমার
হতে পারো অন্ধ চোখের আলো।
তুমি চাইলে আমার
জীবনে জ্বালাতে পারো রঙ্গীন আলো।

Also Read: Romantic Kobita


তুমি চাইলে আমার
হতে পারো জীবনের গল্প।
তুমি চাইলে আমার
হতে পারো সর্বক্ষণের কল্প।

তুমি চাইলে আমায়
নিয়ে,চলতে পারো জীবন পথে।
তুমি চাইলে আমায়
নিতে পারো তোমার প্রেমের রথে।

তুমি চাইলে আমায়
করতে পারো তোমার সকল ভালোলাগা।
তুমি চাইলে আমায়
পেতে পারো সকাল-সন্ধা বেলা।

তুমি চাইলে আমায়
দিতে পারো একটি অন্ধ কুটির।
তুমি চাইলে আমায়
আমি জ্বালাতে পারি আলোর প্রদীপ।