শক্রুর সাথে বিয়ে
পর্ব-১
লিখা-আয়েশা
কলেজে থেকে ফেরার সময় ফোন আসল বাবা খুব অসুস্থ।আমি তাড়াতাড়ি করে বাসায় আসলাম।এসে শুনলাম বাবার প্রেশারটা বেড়ে গিয়েছে।ডাক্তার সাহেব দেখে চলে গেল।বাবা বললো
__দেখ মা আমি আজ আছি কাল নাই কখন আল্লাহর ডাক আসে আমি বেঁচে থাকতে তোর বিয়ে দিয়ে যেতে চাই তা নাহলে মরেও শান্তি পাবো না।আমি একটা ছেলেকে ভেবে রেখেছি।
__বাবা কি বলছো তোমাকে একা রেখে আমি বিয়ে করে চলে যাবো আমি পারব না।আর ছেলেটি কে?
__আগে বল তোর কোন পছন্দ আছে কি?
__না বাবা তুমি যাকে বলবে তাকেই বিয়ে করব বলো না কে সে?
__যাক চিন্তামুক্ত হলাম।কালই দেখবি ছেলেটি কে।
পরদিন সকালে বন্ধের দিন আমি ছাদে হাঁটাহাটি করছি পিছন থেকে কে যেন চোখ ধরল।আমি বললাম কে ছাড়ুন।চোখ খুললে দেখলাম মুরাদ।আমার ছোট ফুপীর ছেলে।
__আরে তুমি এখানে
__হা মামা আসতে বললো তাই আসলাম
__ওহ তাই নাকি
__জানিস তুই কেন আসতে বলেছে
__না কেন
__তোর সাথে বিয়ে দেবার জন্য
__কী তোমার সাথে ঠিক করেছে।কোনদিন নয় আমি তোমাকে বিয়ে করতে পারব না
আমার হাত পিছন নিয়ে আমার মুখের সামনে এসে বললো
__কেন কি কমতি আছে আমার বল
আমি হাতটা ঝাড়া দিয়ে ওর কলার ধরে বললাম।কি করেছিলে মনে নেই এখন আবার বলছে কি কমতি আছে।এটা বলে আমি ছাদে থেকে এসে পড়লাম।নিচে এসে বাবাকে বললাম
__বাবা তুমি জানো মুরাদ আমার কত বড় শত্রু তারপরেও ওর সাথে বিয়ে ঠিক করলে।
__আরে ধুর ঐ ঘটনার জন্য ও কতবার মাফ চেয়েছে আর তোর মৃত ফুপুকে আমি কথা দিয়েছি।আর ওকে বিয়ে করলে তুই সারাজীবন এই বাড়িতে আমার চোখের সামনে থাকতে পারবি প্লিজ মা রাজি হয়ে যাহ্
__ঠিক আছে কি আর করা তুমি যখন বলছ তাই হবে
মুরাদ নিচে এসে বাবাকে বললো
__মামা মুনা তো আমাকে পছন্দ করে না
__আরে বেটা বিয়ে হতে দে দেখবি সব ঠিক হয়ে যাবে
__আচ্ছা দেখি
এক মাস পর আমার বিয়ে হয়ে গেল
আমি অত ভদ্র বৌ সেজে বসে থাকতে পারব না বিছানায়।একটা রকিং চেয়ারে বসে আছি চোখ বন্ধ করে।আর ভাবছি এই শত্রুকে কিভাবে মেনে নেব
আমি অনুভব করলাম কেউ আমার মাথায় হাত বুলাচ্ছে।চোখ মেলে দেখি মুরাদ আমি চিৎকার দিয়ে বলে উঠলাম
How dare you,আমাকে স্পর্শ করার সাহস তুমি কোথায় পেলে।
__আরে কি বলে তুই আমার বিয়ে করা বৌ
আমাকে জোর করে জড়িয়ে ধরল।আমি একটা চড় দিলাম আর বললাম কখনো আমাকে ছোবেনা।বাবার সন্মান রাখতে তোমাকে বিয়ে করেছি অযথা স্বামীগিরি করতে আসবে না।তোমাকে আমি শত্রু ভাবি আর সারাজীবন শত্রু ভেবেই যাবো।
আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম।সকালে ঘুম ভেঙে দেখি মুরাদ নেই।নাস্তার টেবিলেও দেখলাম না।দুপুরেও বাবা জিজ্ঞেস করলো আমি বললাম
__কে জানে কোথায় গেছে আমাকে বলে গেছে নাকি।
__একটা ফোন দিয়ে দেখ
ফোন দিলাম বন্ধ বলছে।
রাত আটটা বেজে গেল কোন খবর নেই লোকটার।ফোনটাও বন্ধ।ভয় করছে আমার কাল রাতে চড় মেরেছি তাই হয়তো অনেক রাগ করেছে।
রাত দশটা আবার ফোন দিলাম এবার ফোন বেজে উঠলো।আমার মনটা শান্তি পেল।একবার রিং হয়ে কেটে গেল আবার দিলাম এবার ধরল
কিন্তু একটা মহিলা কন্ঠস্বর শোনা গেল ফোন ধরে বললো
__হ্যালো কে বলছেন?
__আমি ...................................