Song - Allahu Allahu Tumi Jalle Jalalu
Singer - Band Ghuri
Lyric & Tune - Kazi Nazrul Islam
Music & Sound Design - Tanzil Hasan
Allahu Allahu Tumi Jalle Jalalu Lyrics
আল্লাহু আল্লাহু.....
তুমি জাল্লেজালালু.....
শেষ করা তো যায়না গেয়ে
তোমার গুনগান
আল্লাহু আল্লাহু.....
তুমি কাদেরও গাফফার
তুমি জলিলও জাব্বার
অনন্ত অসীম তুমি রহিম রহমান
আল্লাহু আল্লাহু.....
তুমি মাটির আদমকে
প্রথম সৃষ্টি করিয়া......
তুমি মাটির আদমকে
প্রথম সৃষ্টি করিয়া
ঘোষনা করিয়া দিলে
শ্রেষ্ঠ বলিয়া
তাই নূরের ফেরেসতা
করে আদমকে সেজদাহ্
তাই নূরের ফেরেসতা
করে আদমকে সেজদাহ্
সবার চেয়ে দিলে
মাটির মানুষকে সম্মান.....
আল্লাহু আল্লাহু.....
শিশু মূসা নবীরে
যখন দুসমনেরই ডরে.....
শিশু মূসা নবীরে
যখন দুসমনেরই ডরে
সিন্ধুকে ভরিয়া দিল
ভাসায়ে সাগরে
প্রানে ছিল যাহার ভয়
সেথায় পেল সে আশ্রয়
প্রানে ছিল যাহার ভয়
সেথায় পেল সে আশ্রয়
সেই দুসমনেরই হাতে তাহার
বাঁচাইলে প্রান......
আল্লাহু আল্লাহু.....
তুমি জাল্লেজালালু.....
শেষ করা তো যায়না গেয়ে
তোমার গুনগান
আল্লাহু আল্লাহু.....
আল্লাহু আল্লাহু.....
আল্লাহু আল্লাহু.....
আল্লাহু..........