Bangla Sad Poem বড় হয়ে গেছি বলে Bangla Choto Kobita
Bangla Sad Poem বড় হয়ে গেছি বলে |
বড় হয়ে গেছি বলে,
এখন আর পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতে পারিনা।
খোলা মাঠ পড়ে আছে,কিন্তু কতকাল আমি ধুলোয় পা রাখিনা।
কত কাল হয়ে গেলো,অলিগলি রাস্তায় ছুটে যাই না,
আছড়ে পড়ে পিচঢালা রাস্তা রক্তে ভিজিয়ে আসি না।
বড় হয়ে গেছি বলে,
ভোরের ঘুমটা মায়ের ডাকে ভাঙে না,
মায়ের কাছে এখন আর খাব না বলে বায়না করি না।
বাবার পিঠে চড়ে ঘুরাঘুরি আর হয়ে উঠে না।
ভাই বোনের ঝগড়া জিতার জন্য অকারণে কেঁদে ভাসাই না।
বড় হয়ে গেছি বলে,
অল্প ব্যথায় এখন মায়ের কাছে ছুটে আসি না।
মাঝরাতে ভয় পাব বলে মায়ের কোলে মাথা রাখি না।
রাগটা শুধু মা ভাঙাবে বলে পুষে রাখি না।
অকারণে যখন তখন মা'কে জড়িয়ে ধরতে পারিনা।
বড় হয়ে গেছি বলে,
সন্ধ্যা হলে পড়ার ভয়ে ঘুমিয়ে পড়ি না,
স্কুলে বড্ড দুষ্ট তকমাটাও এখন আর কেউ দেয় না।
বন্ধুদের সাথে আড্ডায় সন্ধ্যা মাতিয়ে রাখিনা।
ভুলের পরিমাণে দুয়েকটা চড় এখন আর কপালে জুটে না।
বড় হয়ে গেছি বলে,
পুকুর সাতঁরে যাওয়ার প্রতিযোগিতা হয় না।
জোনাকি ধরে বোতলে জমিয়ে রাখিনা।
ঘাস ফড়িং সুতোয় বেধে এরোপ্লেন উড়াই না।
লাটাই ঘুড়ি নিয়ে এখন আর কাড়াকাড়ি হয় না।
বড় হয়ে গেছি বলে,
কত কাল বৃষ্টিতে ভিজি না,
পাড়ার আমতলায় আম কুড়াই না।
লাঠিম লাড্ডু খেলা হয়ে উঠে না।
ছোট্ট পাখি বাসা ভেঙে ঘরে আনি না।
শুধু বড় হয়ে গেছি বলে,
কত কাল কত কিছু করা হয়ে উঠে না।
শুধু "বড় হয়ে গেছি" এই বাক্যের অভিশাপে,
আমার ভিতরের ছোট্ট আমিটা এখন আর,
ছোট্টমি গুলো প্রকাশ করে না।
~ আরিশা