Welcome to Bengali Quotes About Life in this post we share with you Bengali quotes on life Love Quotes in Bengali, Bangla quotes use our daily life love quotes Bangla quotes about life Bangla quotes romantic Bengali quotation Bangla sad quotes about life Facebook caption Bangla, Bengali romantic quotes Best Bengali quotes. I hope you are like our Bangla quotes collection if you like our new best Bengali quotes please share this with your friends.

Bengali Quotes About Life, Love Quotes in Bengali, Quotes on Bengali Girl, Love Quotes Bangla, Romantic Love Quotes, bangla quotes, bangla quotes romantic, sad quotes in bengali, bengali quotation, motivational quotes in bengali, sad quotes bangla, bangla sad quotes about life
Bengali Quotes About Life - Love Quotes in Bengali

Quotes on Bengali Girl - Love Quotes in Bengali


মেয়েরা যাকে তাকে ভালোবাসে না৷ যাকে বাসে, তাকে তার পুরোটা দিয়েই পাগলের মতন ভালোবাসে৷ যার কারণে একটা মেয়েকে সহজেই ইমোশোনালি ব্ল্যাকমেইল করা যায়৷
কিন্তু মেয়েরা যাকে একবার মন থেকে ছুড়ে ফেলে দেয়৷ যাকে একবার ঘৃণা করা শুরু করে৷ তাকে আর কখনও মন থেকে ভালোবাসতে পারে না৷
- Rahat Ahmed Tulon

প্রিয় মানুষটাকে বারবার ম্যাসেজ দিতেছো।
অথচ সে সীন ই করছেনা অথবা সীন করলেও রিপ্লাই দিচ্ছে না।
এর মানে কি তুমি বারবার বেহায়া,নির্লজ্জের মত ম্যাসেজ করবে নাকি যে,
ওগো রিপ্লে দাও প্লীজ! আমার তোমাকে ছাড়া ভালো লাগে না!
না সেটা তুমি কখনোই না করবে না।
_তাকে তুমি সাহসীর মত ম্যাসেজ করবে যে, ওই হারামজাদা তুই রিপ্লাই করবি নাকি তোর বাসায় গিয়ে তোর চামড়া তুলে লবন লাগিয়ে দিবো?
যতক্ষণ না রিপ্লাই করবি তোর ইনবক্স লোড করে ব্লাস্ট করে দিবো ম্যাসেজের পর ম্যাসেজ দিয়ে, তাও তোকে রিপ্লাই করতে হবে।
যদি না করিস তাও ম্যাসেজ দিবো, সীন করলে কর না করলে না কর তাতে আমার কি?🤭🤣
~চারু🍁

দুমুখো হয়ে মিষ্টি কথা বলে সম্পর্ক
রক্ষা করার চেয়ে, শক্ত হয়ে স্পষ্ট কথা বলা ভালো! নিজের কাছে স্বচ্ছ থাকা যায়!
~কৃপা বসু🌸

একসাথে থাকা হবেনা, এই সত্যটা জানবার পরও
কেউ কেউ শেকড়ের মতন আঁকড়ে ধরতে চায়।
লেগে থাকে। যত্ন বাড়িয়ে দেয়।
কিছু বিচ্ছেদ দুজনের সম্মতিতেও হয়। এটা আদিখ্যেতা নয়। মাঝে মাঝে পরিবেশ পরিস্থিতি একসাথে থাকবার পথ আটকে দেয়। দুজন মানুষ মিউচুয়্যালি আলাদা হওয়ার সময় যে শেষ স্পর্শটা করে,
সেই স্পর্শটা কত'ই না আনন্দের। কত'ই না
বেদনার। কত'ই না স্পর্শকাতর হয়। ভাবলেই,
আমার মন খারাপ লাগে।
দুজন মানুষ একসাথে থাকতে চেয়েও এক না হতে
পারার মতন কষ্ট আর কিছুতেই হয়না।
~ আসাদুজ্জামান জীবন🌸

মেয়েরা একবার কোনো সম্পর্কে জড়িয়ে গেলে,
সর্বোচ্চ স্যাক্রিফাইসের বিনিময়ে হলেও চায় সম্পর্কটাকে টিকিয়ে রাখতে।
এ অদ্ভুত স্বভাবের জন্যই তারা বেশি সুন্দর ♥
~শাহরিয়ার

ক্লাস টেনের মেয়েরা পাত্রী হিসেবে সর্বশ্রেষ্ঠ হয়।কারণ তারা বিয়ের পর প্রথম ভালোবাসার মানুষ হিসাবে স্বামীকে কাছে পায়।আর প্রথম ভালোবাসা কখনো ভুলা যায় না।
~ হুমায়ুন আহমেদ

Bengali Quotes About Life

"তুমি কাউকে অন্যায়ভাবে কষ্ট দিলে একদিন না একদিন তুমি সমপরিমাণ কষ্ট ফেরত পাবাই ... হয়তো ভিন্ন কারণে, ভিন্ন সময়ে, ভিন্ন কোন মানুষের কাছ থেকে ভিন্ন রকমের কষ্ট পাবা ... কিন্তু পাবা ... এই ব্যাপারে কোন সন্দেহ নাই !!
তুমি হয়তো বেমালুম ভুলে যাবা যে অনেক বছর আগে তুমি কারো সাথে একটা অন্যায় করেছিলে ... কিন্তু উপরে একজন আছে, তিনি ভুলবেন না ... তিনি কিচ্ছু ভুলেন না !!
এটা কোন অভিশাপ না ... এটা সরল অংক ... একদম সোজাসাপ্টা হিসাব ... তোমার দেয়া কষ্ট আর তোমার ফেরত পাওয়া কষ্ট - এই দুই কষ্টে কষ্টে কাটাকাটি হয়ে যাবে ... হতেই হবে ... যতদিন না কাটাকাটি হবে, ততদিন হিসেব মিলবে না !!
সব হিসেব না মিলিয়ে কাউকে যেতে দেয়া হবে না ... হিসেব মেলানোর আগ পর্যন্ত কারো কোন ছুটি নেই !!"
~আশিক

- ফিরে আসা যায়?
- হ্যাঁ ফেরাই যায়, কিন্তু আগের মতো গুরুত্ব দেওয়া আর সম্ভব নয়। কিছু মানুষকে মন থেকে ক্ষমা করা যায়, কিন্তু ভালোবাসা আর যায় না, কিছু মানুষকে বৃষ্টির দিনে ভেবে ভালো থাকা যায়, কিন্তু তাদের সঙ্গে থাকা যায় না...
হাতে পায়ে ধরে মানুষকে ফিরিয়ে আনা যায়,
অনুভূতিকে ফেরানো যায় না, যা একবার নষ্ট হয়ে যায়, তা আর নতুন করে সেই একই মানুষের জন্য সৃষ্টি হয় না...
~ কৃপা বসু

Depressed মানুষ কে কখনো সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখতে পাবেন না"
হয় পাগলামো করে মাতিয়ে রাখছে"
নয় মন খুলে হাসছে"
~আহসান হাবীব

"মাঝে মাঝে ডুব মারতে হয় ... আড়াল হতে হয় ... একটুখানি আড়াল হলেই কাছের মানুষ চেনা যায় ... দরজাটা খুলে রাখলে অনেক মানুষ আসে, হিসাব রাখা যায় না ... দরজাটা আটকে ঝিম মেরে বসে থাকলেই টুক টুক করে ক'জন কড়া নেড়ে খোঁজ করে, ওটা ঠিকই গোণা যায় !!
তোমার হাসির সাথে সাথে হাসবে, এমন মানুষের অভাব নেই ... তোমার কান্নার সাথে কাঁদবে এমন মানুষেরও অভাব নেই ... তোমার চুপচাপ থাকার মূহুর্তে তোমার মুখে হাসি ফোটাবে, এমন মানুষেরই বড্ড অভাব ... আড়ালে তুমি কাঁদছো কিনা, ঐটুকু খুঁজে নেয়া আর বুঝে নেয়ার মানুষেরই বড্ড অভাব !!"
~আশিক

Love Quotes Bangla

ক্লাস টেনের মেয়েরা পাত্রী হিসেবে সর্বশ্রেষ্ঠ হয়। কারণ এই বয়সে মেয়েরা প্রথম পুরুষের ব্যাপারে কৌতূহলী হয় এবং প্রেম করার জন্য ছোঁক ছোঁক করে । বিয়ের পর হাতের কাছে স্বামীকে পায় বলে প্রথম প্রেমটা স্বামীর সঙ্গে হয়। আর এই প্রেম দীর্ঘস্থায়ী হয়”।
~ Adnan

যাকে ভালোবেসে তার ইনবক্সে তুমি বেহায়ার মতো ছ্যাসরামি করো, সে ঐগুলার স্ক্রিনশট দিয়ে তার প্রিয় মানুষের মন ভালো করে!
~তানভীর

"ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে" ব্যাপারটা আসলে "ধীরে ধীরে সব সহ্য হয়ে যাবে"।।
"সব কিছু আগের মত হয়ে যাবে" ব্যাপারটা আসলে "তোমাকে বাদে বাদবাকি প্রত্যেকটা সবকিছু আগের মতই চলে যাবে"
সহ্য হয়ে যাওয়ার ব্যাপারটা খুব অসহ্য হলেও হাসি হাসি মুখে সবসময় বলতে হয় "এইতো ভালো আছি আপনার কি খবর?"
মানিয়ে নেওয়ার সাথে মানিয়ে নিতে নিতে আমরা একদিন মরে যাবো হুট করে। অথচ মানিয়ে নেয়া ব্যাপারটা আমাদের ক্রমাগত মেরে ফেলছে প্রতিদিন।
~ ফারাবী

তুমি যে মানুষটাকে প্রচণ্ড ভালবাসতে! সেই মানুষটা যখন চলে যাবে, তখন তুমি কিংকর্তব্যবিমূঢ় পাগলের মত ঝড়ের রাতে কাঁদবে। কেননা মানুষটি যাবার সময় সাথে করে তোমার একটা অস্থিত্ব নিয়ে চলে গেছে। তখন আশেপাশের সব সুখকর প্রাপ্তিগুলো তোমাকে আনন্দ দিবে নাহ। মানুষকে ভালবাসবে। খবরদার তার উপর ডিপেন্ডেন্ট হবা না।
~ জুনায়েফ ইভান

ভালোবাসা আজও আছে শুধু তুমি কাছে নেই এই শহরের হাওয়ারাও জানে ভালোবাসা ভালো নেই!
____শঙ্খনীল

আজও যখন তোমার সাথে কথা বলি চোখের কোণা ভিজে যায়:) ..... তাহলে বোধহয় আজ ও ভালোবাসা বেঁচে আছে!
~ Oishika Goswami

সম্পর্ক হচ্ছে কাঁচের মতো....
ভেঙ্গে গেলে জোড়া দিলেও দাগ থেকে যায়।
~ পারমিতা সাহা

আমি চলে যাবো।
এত দূরে যাবো যে, আর কখনো ফিরে আসবো না।
আমাকে বিদায় দিতে পারার আনন্দে তুমি কি তখন কাঁদবে আমার জন্যে?
__নির্মলেন্দু গুণ

Romantic Love Quotes in Bengali

এই যে তুমি আমায় ধরে রাখতে পারলে না,
বুকের কাছে যত্নে রাখতে পারলে না,
এই ব্যর্থতা শুধু তোমার।
আমি তো কেবল তোমার আপন হতে চেয়েছিলাম।
তুমি আমায় অযত্নে অবহেলায় দূরে ঠেলে দিলে,
শেষবেলায় খোঁজ নিলে না,
মনের ব্যকুলতা জানতে চাইলে না,
কষ্টের দিনে দেখা দিলে না,
এই ব্যর্থতা শুধুই তোমার।
আমি তো সেদিনই জিতে গিয়েছিলাম যেদিন তোমায় ভালোবাসতে পেরেছি।
অভাবের এই দুনিয়ায় কজন ভালোবাসতে পারে বলো?
ভালোবাসা যে আজকাল দূর্লভ,তোমার মতোই দূর্লভ।
অসমাপ্ত
------Taiyeba Mehejabin

একদিন হাত ছেড়ে যাওয়া মানুষটা এসে মাথা নীচু করে বলবে, "ক্ষমা করে দিও, ভুল হয়ে গেছে। তোমার চেয়ে ভালো কাউকে খুঁজতে গিয়ে বুঝেছি তুমি সবচেয়ে উপযুক্ত ছিলে"....
আর আমরা সবটুকু শুনেও একটা দীর্ঘশ্বাস ছেড়ে মুচকি হেসে তাদের টপকে চলে যাবো, স্রেফ সেই দিনটার অপেক্ষায় আছি....
~কৃপা বসু

সবাই তো চাই এক জীবনে হঠাৎ
হুরমুরিয়ে কেউ একজন আসুক,
বিয়ে হবে কি না অনিশ্চিত জেনেও
তুমুল ভাবে প্রেম জমে উঠুক।
আবার বিচ্ছেদ জ্বালার ভয়ে
খুব করে আঁকড়ে ধরে বাঁচুক...!
কেউ একজন আসুক
~ মাহমুদা আক্তার

প্রচন্ড জোরে হাসতে হাসতে চোখের কোনা বেয়ে জল ছলকে ওঠা "
ছেলে মেয়েগুলো বড্ড সহজ সরল হয়"
অথচ তাদের বাইরেটা কি কঠিন!
খুব কম লোকই ছুঁতে পারে।
~ কৃপা বসু

"শাসন শুনতে যতই খারাপ লাগুক,
যে মানুষের জীবনে শাসন করার মানুষ থাকে না,
তার মত অভাগা আর কে আছে।"
---- সমরেশ মজুমদার।

জীবন তখনই সুন্দর হবে, যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অজানা ভবিষ্যতকে বরণ করে নিতে পারবে।
~ হুমায়ূন আহমেদ

পড়ালেখা না করেও পড়ালেখা নিয়ে হতাশ হয়ে যাওয়া মানুষ গুলা খুব কিউট! এরা পড়ালেখা নিয়ে এত্ত চিন্তা করে যে সেই চিন্তায় পড়ালেখা ই হয়না! এরা বই খুলে দেওয়ালে তাকিয়ে ভাবে 'পড়াশোনা হচ্ছে না আমার!' বইয়ের দুই তিন লাইন পড়ে চিন্তা করে 'আমি কিচ্ছু পারিনা বাল!'
পড়াশোনা নিয়ে তাদের ও মন খারাপ হয়। মন খারাপ হলে তারা ফেসবুক এ যায়। এটা সেটা শেয়ার করে,চ্যাট করে। হুট করে তাদের মনে পড়ে 'আমি তো কিচ্ছু পারিনা!' একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে এমন একটা ভাব করে যেনো তারা বই পড়ে উল্টাই ফেলছে,কিন্তু পড়া মুখস্ত হয়না!

আসলে সেটা না! এরা না পড়েই হতাশ হতে ভালোবাসে! না পড়েই চিন্তা করতে ভালোবাসে! কিউট মানুষ জন তো!
~ উমেদ ইবনে মোস্তফা

অনেক মানুষ আছে যারা জীবনে নানান ঘাত প্রতিঘাত সহ্য করে ও পাথরের মত শক্ত হয়ে থাকে। লোকে ধরেই নেয় যে; পাথরের কোন কষ্ট নেই অথচ পাথরের কষ্টটা'তো এখানেই!
~ Zunaed Evan

New Bengali Quotation

হসপিটালের ওয়ার্ডে বিয়ে হয়েছে এমন কখনও শুনেছেন?
বিয়ে হয় কমিউনিটি সেন্টারে, মেয়ের বাসায় কিংবা মাসজিদে। কিন্তু এক অভিনব ঘটনা ঘটেছে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অবসটেট্রিক্স ওয়ার্ডে।
ছেলে এবং মেয়ে দুজনেই ক্লাস এইটে পড়ে। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া৷ মেয়ে একসময় প্রেগন্যান্ট হয়ে পড়ে। এখানে ভর্তি হয় ডেলিভারির জন্যে। জানাজানি হলে দুই পরিবারের সদস্যরা মিলে কাজি ডেকে আনে। ওয়ার্ডেই বিয়ে পড়ানো হয়৷ পরে মেয়ে জানিয়েছিল সে ইচ্ছে করেই বাচ্চাটা নষ্ট করেনি। বাচ্চা জন্ম নিয়ে নিলে তার পরিবার বাধ্য হয়ে তাদের এই অবৈধ সম্পর্ক মেনে নেবে। তার কথাই সত্যি হলো। ক্লাস এইটেই কতো যে বুদ্ধি!
~ মারুফ রায়হান খান

আমরা ছেলেরা ট্যুরে যাই।
সাথে ২ টা আন্ডারওয়্যার। ১ টা পরনে, একটা ব্যাগে। একটা টিশার্ট। একটা শর্ট প্যান্ট। লুঙ্গি বাড়তি ঝামেলা। গামছা দিয়েই কাজ চলে।
মেয়েরা ট্যুরে যায়।
জামা-ই থাকে সাত আট রকম। সাথে নিজের শাড়ি। মায়ের শাড়ি। নানির শাড়ি। দাদির শাড়ি। খালার শাড়ি। ফুফুর শাড়ি।
গোসলের জন্য শেম্পু এক বোতল। সাবান। হাত ধোঁয়ার জন্য হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি ইত্যাদি। 😤
ও হ্যাঁ; সাথে ম্যাচিং করা চুড়ি, গয়না, বয়ফ্রেন্ড এবং স্বামী।
~ মুহাম্মদ আরিফ হোসেন

মাঝে-মাঝে রেগে যাওয়া ভাল। প্রচন্ড রাগলে শরীরের রোগজীবাণু মরে যায়। যারা ঘন ঘন রাগে তাদের অসুখবিসুখ হয় না বললেই চলে।
-হুমায়ূন আহমেদ

খুব ভালোবেসে ফেললে, সে মিথ্যে বলছে জেনেও মনে হয় মন দিয়ে শুনি"
কিছু মানুষের কাছে আমরা ইচ্ছে করে ঠকতে চাই,
একদিন সে বদলে যাবে এই আশায়।"
~ কৃপা বসু

যে সম্পর্কগুলো যোগাযোগহীনতায় নষ্ট হয়ে গেছে; তাদের কথা মনে পড়লে অভিমান হয়।
কত সময়ের বিনিয়োগ, কত এফোর্ট, কত যত্নের যোগফলে একটা সম্পর্ক বড় হয়ে উঠে। অথচ কত ঠুনকো বিষয় নিয়ে সম্পর্কের মাঝ দিয়ে বয়ে যায় দূরত্বের নদী।
এমন কত ভাল সম্পর্কের সাথে কোন কারন ছাড়াই যোগাযোগ নেই। এখন আর কথা হয়না। শব্দ শুনতে পাইনা। দেখা নাই। ছোঁয়া হয়না।
কারনে মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হয়; তারচেয়েও বেশি মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হয় অকারনে। আমার এক বন্ধুর কথা মনে পড়ে, যার সাথে আমার অজস্র স্মৃতি জমে আছে। অজস্র সময় খরচ করে জমেছে স্মৃতির আস্তরন। অথচ, এখন আর কারো কাছে কারো খবর নেই। কারো ভাল কিংবা খারাপ সংবাদ আর কারো কানে পৌছায়না। কোথায় আছে, কে জানে! কেমন আছে!
এই যে জীবনের সাথে ঘনিষ্ঠতা বাড়তে বাড়তে ব্যস্ততার সাথে সম্পর্ক গড়ে উঠে; নতুন নতুন মানুষ আসে আর পুরাতন মানুষ হারায়ে যায়; আমার অবসরে ভীষন মন খারাপ লাগে।

~ আসাদুজ্জামান জীবন

I hope you are like our Bengali quotes collection if you like our new best Bengali quotes collection please share this with your friends.