Romantic Love Story Bangla বাংলা গল্প মায়াবতী রোমান্টিক ভালোবাসার গল্প Bangla Romantic Love Story - Valobashar Golpo

Romantic Love Story Bangla, বাংলা গল্প মায়াবতী, রোমান্টিক ভালোবাসার গল্প, Bangla Romantic Love Story, ভালোবাসার গল্প, valobashar golpo, Bangla love story, valobasar golpo, রোমান্টিক গল্প, romantic valobasar golpo
Romantic Love Story Bangla মায়াবতী রোমান্টিক ভালোবাসার গল্প


গল্পঃ মায়াবতী
জান্নাতুল ফেরদৌস সূচনা
পর্বঃ১


শুয়ে শুয়ে ফেইসবুকের নিউজ ফিড ঘাটছিলো নিশু।। হঠাৎ একটা প্রোফাইল পিকচার দেখে তার চোখ আটকে যায়। ছবিটা দেখেই সে ক্রাশ খায়।

এ পর্যন্ত অনেক প্রেমই করছে নিশু কিন্তু কোনোটাই বেশিদিন টিকেনি। কারণ সে নিজেকে অনেক বোরিং পার্সন মনে করে।।
সে মনে করে অন্য সব বয়ফেন্ডদের মতো ন্যাকামো করতে পারে না বিধায় হয়তো তার কোন প্রেম বেশিদিন টিকে না।

যদিও সে ঠিক করেছে আর কখনো এসব প্রেম টেম করবে না, কিন্তু ছবি দেখার পর থেকে মনটা তার ভার হয়ে আছে। বার বার মন বলছে মেয়েটার সাথে একবার কথা বলতে।

- নাহ, আর থাকতে পারছি না। একবার কথা বললে কি বা এতো সমস্যা হবে।
এ বলে সে একটা মেসেজ দিয়েই দিল। কিন্তু কোন রিপ্লাই আসছে না।
প্রোফাইলে ঢুকে দেখলো মেয়েটি একটিভ কিন্তু রিপ্লাই আসছে না কোনো।

খুব বড় সেলিব্রিটি না হলেও ফেইসবুকে খুব ভালোই ফেমাস নিশু।তার প্রোফাইলে তার সব পোষ্টে একহাজারের উপরের লাইক, কমেন্ট আসে। অনেক মেয়ের ক্রাশ সে অথচ এই মেয়ে তাকে রিপ্লাই দিচ্ছে না।

এতক্ষণ হয়ে যাচ্ছে একটা রিপ্লাইও নেই ব্যাপারটা একদম ই মেনে নিতে পারছে না।
তখন রাগে নিশু মেয়েটিকে আবার মেসেজ দিল
-এই আপনার সমস্যা কি?? কথা না বললে ব্লক দিলেই তো পারেন। এভাবে মেসেজ সিন করে রাখার মানে কি??

এবার রিপ্লাই আসলো
- যারা সিগারেট খাই, আমি তাদের সাথে কথা বলি না।
নিশু মেয়েটির জবাব শুনে একদমই থ মেরে রইল।
- বলে কি মেয়েটা,আজকাল যেখানে মেয়েরাও সিগারেট এর প্রতি আসক্ত আর সেখানে এই মেয়ে আমার সাথে কথাই বলতে চায় না।

নিশু আবার মেসেজ দিল,
- আপনি কিভাবে জানেন যে, আমি সিগারেট খাই??
মেয়ে- আপনার প্রোফাইলে আমি দেখেছি আপনার সিগারেট নিয়ে ছবি। তাতেই আমি বুঝেছি।

নিশু-তাহলে আপনি আমাকে রিকুয়েস্ট দিছেন কেন যদি আপনি সিগারেট খাওয়া মানুষদের পছন্দ না করেন??

মেয়ে- আমি আপনাকে রিকুয়েষ্ট দিতে যাব কেন? উল্টো আপনি আমাকে রিকুয়েস্ট দিছেন।

নিশু- আমি কখনো কাউকে রিকুয়েষ্ট দেই না।

মেয়ে- তো আমাকে দিছেন কিভাবে?

সত্যিই কি আমি দিছি(মনে মনে)
নিশু- তাহলে তখন কেন একস্টেপ করছেন রিকুয়েষ্ট??

মেয়ে- আমি তখন আপনার এসব ছবি দেখি নাই। আপনি এমন নেশাখোর জানলে কখনোই একসেপ্ট করতাম না।
কথাটা বলেই অফলাইন হয়ে গেল।

নিশুর রাগ এখন চরম সীমানায়। সিগারেট খেলে কি কেউ নেশাখোর হয়ে যায়। এতোগুলা প্রেম করার পর একটাও না টিকলে একটু সিগারেট খাইতেই হয়, তাই বলে তাকে নেশাখোর বলবে এতো সাহস হয় কিভাবে মেয়েটার।
রাগে নিশু যখন রাগে কিছু বলতে যাবে তখন দেখে মেয়েটা অফলাইন হয়ে গেছে।
কিছু বলতে পারলো না আর।

Next Part