Mayer Gojol | Khub Beshi Dure Noy Tahsinul Islam (খুব বেশী দূরে নয়). This gojol is sung by Tahsinul Islam. Bangla notun gojol Mayer Gojol Khub Beshi Dure Noy মায়ের গান Bangla mayer gojol lyrics are written by Saief Siraj. Bangla gojol lyrics, mayer gazal mayer notun gojol



 Title: Khub Beshi Dure Noy
 Singer: Tahsinul Islam
 Lyric: Saief Siraj
 Tune: Badruzzaman

Khub Beshi Dure Noy Lyrics (খুব বেশী দূরে নয়) Mayer Gojol

খুব বেশী দূরে নয়
গ্রাম থেকে জেলা শহর
মন তবুও খুজে ফেরে
মা তোমায় অষ্টপ্রহর।
খুব বেশী দূরে নয়
গ্রাম থেকে জেলা শহর
মন তবুও খুজে ফেরে
মা তোমায় অষ্টপ্রহর।

ভুলতে পারিনা মাগো
তোমার আদর
ভুলতে পারিনা মাগো
তোমার আদর।
খুব বেশী দূরে নয়
গ্রাম থেকে জেলা শহর
মন তবুও খুজে ফেরে
মা তোমায় অষ্টপ্রহর।

দুঃখ ব্যথা ক্লান্তিতে
মা তোমার পরশ পেলে
বুক ভরে শান্তিতে আমি যখন
আসি তোমার কোলে।
কত যে মমতা মাগো তোমার
কত যে মমতা মাগো তোমার
মাগো তোমার ভেতর।

ভুলতে পারিনা মাগো
তোমার আদর
ভুলতে পারিনা মাগো
তোমার আদর।
খুব বেশী দূরে নয়
গ্রাম থেকে জেলা শহর
মন তবুও খুজে ফেরে
মা তোমায় অষ্টপ্রহর।

প্রতি মাসে দুই বার
দেখে যাই মাগো তোমায়
মন শুধু বলে যায় তুমি ছাড়া
আমি বড় অসহায়।
তুমি ছাড়া দিন যেন হাজার বছর
তুমি ছাড়া দিন যেন হাজার বছর
মাগো হাজার বছর।

ভুলতে পারিনা মাগো
তোমার আদর
ভুলতে পারিনা মাগো
তোমার আদর।
খুব বেশী দূরে নয়
গ্রাম থেকে জেলা শহর
মন তবুও খুজে ফেরে
মা তোমায় অষ্টপ্রহর।

খুব বেশী দূরে নয়
গ্রাম থেকে জেলা শহর
মন তবুও খুজে ফেরে
মা তোমায় অষ্টপ্রহর।

ভুলতে পারিনা মাগো
তোমার আদর
ভুলতে পারিনা মাগো
তোমার আদর
ভুলতে পারিনা মাগো
তোমার আদর
ভুলতে পারিনা মাগো
তোমার আদর।

Khub beshi dure noy 
Gram theke jela shohor
Mon tobuo khuje fere
Ma tomay ostoprohor