Sajda Gojol Lyrics আল্লাহর সাথে কথোপকথনের নাশিদ সাজদা. This beautiful bangla Islamic song is sung by Munaem Billah, Sajda lyrics are written by Abul Ala Masum. Munaem billah islamic song, Munaem billah nasheed, Bangla gojol
Read Also: Radhitu Billah Gojol Munaem Billah
- Song Title - S A J D A | সা জ দা
- Artist - Muneam Billah
- Lyrics- Abul Ala Masum
- Director - H Al Haadi
- Record - Infinity Records.
- Sound Design : Tanjim Reza
- Production: backscreen Films
- Special Thanks : Mrs Munaem Billah
Sajda Gojol Lyrics
সাজদা আমার কবুল করো
পরোয়ারদেগার
তুমি ছাড়া নেই তো কেহ
সাজদা পাবার
আমি সাজদা করি ঘরে অন্তরে সারাক্ষন
আমি সাজদা করি ঘরে অন্তরে সারাক্ষন
তুমি সাজদা আমার কবুল করো
হে আপন জন হে আপন জন
সাজদা সাজদা সাজদা
সাজদায় দিনে রাতে
কথা হয় তোমার সাথে
সাজদা করি যতবার
আমি বলি শোন তুমি
মাটিতে কপাল চুমি
দরূদ পড়ি শতবার
দরূদ পড়ি শতবার
প্রতিটি সাজদা আমার কতটা দামি প্রভু
বলে বোঝানো যাবেনা বলে বোঝানো যাবেনা
বলে বোঝানো যাবেনা।
সাজদা সাজদা সাজদা...
আমি হই অবনত
তুমি করো ক্ষমা যত
মুছে দাও গোনাহর যত ভার
অবনত হয় অন্তর
অবনত এই দুনিয়া
খুলে যায় রুদ্ধ তোমা দ্বার
খুলে যায় রুদ্ধ তোমার দ্বার
খুলে যায় রুদ্ধ তোমার দ্বার
মাটিতে দেহ মাটি
অন্তর পরিপাটি
অণুতে যায় মিশে কণা
অণুতে যায় মিশে কণা
অণুতে যায় মিশে কণা
সাজদা সাজদা সাজদা.....