Cholonamoyee - ছলনাময়ী - Lyrics | Samz Vai - RJ Farhan | Tasnia Farin | Bangla New Song
Cholonamoyee - ছলনাময়ী Song Is Sung by Samz Vai Bangla Song. Starring: Musfiq R. Farhan, Tasnia Farin, Zakir Hossain Russell, Disha Moni And Others. Music composed by P.B. Rudro. Cholonamoyi Song Lyrics written by Samz Vai. E Kemon Valobashay Tumi Jorale Lyrics.
Song: Cholonamoyee (ছলনাময়ী)
Singer: Samz Vai
Lyrics & Tune: Samz Vai
Guiter: Ek Majumder Esty
Music: P.B. Rudro
Story: Mohammad Iqbal Hossain
Singer: Samz Vai
Lyrics & Tune: Samz Vai
Guiter: Ek Majumder Esty
Music: P.B. Rudro
Story: Mohammad Iqbal Hossain
Project Design: Sadat Hossain
Script & Direction : Aador Shohag
Script & Direction : Aador Shohag
Label: Six Seasons Multimedia
Cholonamoyee - ছলনাময়ী - Lyrics | Samz Vai
গল্প গুলো Sob মিথ্যে ছিলো
বুঝতে পারিনি আমি,
মিথ্যে স্বপন দেখিয়ে Kothay হারালে
ওরে ছলনাময়ী।
বুকে জড়িয়ে কেঁদে Bolechile
আমায় ছেড়ে যেও না,
কোথায় গেলো Tomar মিথ্যে কান্না
এখন কি মনে পড়েনা ?
এ Kemon ভালোবাসায় তুমি জড়ালে
ভুলিতে পারিনা তোমাকে,
তোমার আমায় মনে আর কি পড়ে না?
কি করে ভুলে গেলে Amake।
ও বলিতে তোমার Amay ছাড়া
লাগে বড়ো একা,
এখন কেন মুখ গোমরা Koro
পেলে আমারও দেখা।
একটা সময় কাঁদাবে Tomay
আমার ও শূন্যতা,
হাজারও ডাকলে Amay
মিলবেনা আমারও ছায়া।
এ কেমন Valobasay তুমি জড়ালে
ভুলিতে পারিনা তোমাকে,
Tomar আমায় মনে আর কি পড়ে না?
কি করে ভুলে গেলে আমাকে।
হবো Ekdin খুব বড় আমি
তুমি থাকবেনা Joggo আমার,
দেখবে তুমি আর Purbe নিরবে
পাবে না আর সে অধিকার।
বুঝবে Tumi ঠিকই খুঁজবে Amay
হবে না তো লাভ Kono আর,
আমিও To ভুলে যাবো Tomar ঠিকানা
হয়ে যাবো অন্য কাহার।
এ Kemon ভালোবাসায় Tumi জড়ালে
ভুলিতে পারিনা তোমাকে,
Tomar আমায় মনে আর কি Pore না?
কি করে ভুলে গেলে আমাকে।