চিঠি - জুবাইদা আক্তার | Chithi - Jubaida Akther

চিঠি জুবাইদা আক্তার - Chithi Jubaida Akther


চিঠি
জুবাইদা আক্তার


ডায়েরির শেষ পাতায়
 লিখছি একটা চিঠি।
জানি পৌছাবে তোমার কাছে
আমার মন খারাপের
নীল খামে ভরে
পাঠালাম তোমার নামে
এটাও জানি
তুমি চিঠির জবাব দিবে না।

তবুও বলছি কেমন আছো?
ঠিক মতো খেয়েছো সকলে,
আজ শুক্রবার-
নামাজ পড়তে গিয়েছিলে তো,
দুপুরে খেয়েছো ঠিক মতো?

জানি জবাব দিবে না
 চিঠি পেলেও।
জানি খুলে দেখবে না
দেখবে না মনের কথা।

তবুও লিখছি চিঠি!
বেশি রাত জাগবে না
ক্লান্তি নিয়ে ফিরেছো অফিস থেকে
আবার কাল সকালে
অফিস যেতে হবে তো।
প্লিজ রাত জেগো না
অনলাইনে থেকে থেকে।

প্রতিদিন ব্যস্ত থাকো
আজ তো ফ্রি'ই আছো
একটু বলবে কি কথা,
কেনো বলছো না কথা?
অভিমানে নাকি চলে যাবে?
যদি অভিমান করো তবে বলে দাও
কেনো এতো অভিমান,
কোন সে কারনে?
যদি কারন ব্যতিতো হয়
তবে বলেই দাও আমায়
থাকবে না আর আমার সাথে।

যেতে দিবো তোমায়।
 আমিও চাই না আর
কারো মিথ্যে মায়া জালে জড়িয়ে থাকতে।
শুধু বলে দিও
কোন কারনে চলে যাবে?

প্লিজ একবার খুলে দেখো
একবার জবাব দিও
এ চিঠি যে তোমার জন্য।
 শুক্রবারে চিঠি শুধুই তোমার জন্য।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url