সুখ! জুবাইদা আক্তার | Sukh - Jubaida Akther
সুখ! জুবাইদা আক্তার | Sukh - Jubaida Akther

সুখ!
জুবাইদা আক্তার।


বহু দিন বহু বছর ধরে
করেছি যাচনা
তোমাকে ঘিরে।

বারবার বহু বার
ভেবেছি তোমায়
একান্তে খুব যতনে।

 যদি দিতে দেখা
বহুবার উদাস মনে।
ভুবন মাঝে
সকলেরি।

যদি দেখা দিতে
সব ভেদাভেদ ভুলে।
বস্তি মানুষের,
কষ্ট যাতনায় ভুগা
সকল সুখ পিয়াসিদের।

যারা বহুদিন ধরে
সয়েছে দুঃখ-কষ্ট
একটু সুখের আশাতে।
যারা অন্তহীন বেদনার পথ,
দিচ্ছে পাড়ি
চোখের জলে ভেসে।

তুমি কি দিবে না দেখা,
দিবে না কি একটু
সুখের পরস তাদের ছুতে?
তুমি দাও দেখা
হে সুখ.......
কষ্টে দিনাতিপাত করা
সুখ পিয়াসিদের ঘরে।

তুমি দাও গো দেখা
মুছে দাও অশ্রুচিন্তু
একেঁ দাও হাসির রেখা।
 ধন্য হবে তারা।
হে সুখ.....
দাও গো তুমি
তাদের দেখা।