ফেলে আসা দিনগুলো জুবাইদা আক্তার - Fele Asa Din Gulo Jubaida Akther


ফেলে আসা দিনগুলো
জুবাইদা আক্তার।


মনে পড়ে যায়
সেই ছেলে বেলার কথা।
কত হাসি-খুশি ছিল সেই দিনগুলো।
নতুন বর-কনের
বেনারশি আর বরের টুপি দিয়ে
কেউ সাজত কনে কেউ বা বর।
কেউ হতো বর পক্ষ
কেউ বা কনের।
মিছে-মিছে সবই ছিল
তবুও কত না সুখের।
ধুলোর ভাত আর পাতার তরকারি
আহ! খেতে কি যে মজা?
সেই ছেলেবেলায়।
ছিল আরও কত খেলা
বউচি,গোল্লাছুট 
দাড়িবান্দা আর হাডু-ডু।
খেলেছি কত
সেই ছেলেবেলায়।
গ্রীষ্মের দুপুরে ধুলোয় মাখা-মাখি
বর্ষায় কাঁদায় গোড়া-গোড়ি।
বসন্তে কোকিলের ডাকে সায় দেওয়া
হন্নে হয়ে তাকে খুজা-খুজি।
আকাশে বিমান উড়ে গেলে
কত যে আপ্রাণ চেষ্টা
শুধু এক নজর দেখার ইচ্ছা।
এলোমেলো বাতাসে ঘুড়ি উড়া
বাদল দিনে ছাতা মাথায়
 ব্যাঙ্গের খেলা দেখা।
মাঘের শীতে উষ্ণ কাপড়ে
হাত লুকিয়ে রাখা।
বাবার কাধে চেপে 
হাত বাড়িয়ে পাখি হওয়া।
 দাদুর পিঠে চেপে
ঘোড়ার যেনো বসা।
সবই আজ শুধুই স্মৃতি
ফেলে আসা দিনগুলি।
Next Post Previous Post