Bangla New Eid Mubarak SMS 2023 ঈদ মোবারাক এসএসএস Wishes Greetings Quotes 2023
Bangla Eid Mubarak SMS 2023, Bangla Eid Mubarak Wishes 2023, and Bangla Eid Mubarak greetings and text messages from Bangla (বাংলা ফন্ট) Eid is the holiest celebration of the religion of Islam in Bangladesh. And Eid is the festival of combination. On Eid day they are known to love each other.
Bangla Eid Mubarak Wishes 2023 |
Best Bangla Eid Mubarak wishes all tips from the Bangla Status Zone BD website. These are some of the beautifully organized Bangla Eid Sms ঈদ মোবারাক এসএসএস for you. As a gift of Eid These SMS, you can send to your loved one's boyfriend's lovers family friends and everyone.
Eid Mubarak Sms Bangla 2023
যাকাত ফিতরা দিয়ে আনন্দ ভরেগরীব ধনী মিলে যাবে এক কাতারে
আকাশের চাঁদ বয়ে এনেছে বার্তা
খুশির ঈদের জানাই আন্তরিক শুভেচ্ছা
***Eid Mubarak***
ঈদের বার্তা এসেছে
আনন্দে মন মেতেছে
আছে যত দুঃখ অভিমান
সব ভুলে গাইবো খুশির গান
ঈদের নামাজ শেষে
ভরবে মন আবেশে
আসবে প্রাণে খুশির মোড়োক
তোমাকে জানাই ঈদ মুবারাক
খুশির ঈদে করবো মজা থাকবো মিলে মিশে
আনন্দেরই ভেলায় চড়ে যাবো আনন্দের দেশে
ঘরের মানুষ ফিরবে ঘরে যারা আছে বিদেশে
ঈদের শুভেচ্ছা দিলাম সকলকে ভালোবেসে
***Eid Mubarak***
শেষ হলো রোজার মাস আসলো মহান ঈদ
পবিত্র মন আর প্রাণে খুশি নিয়েযাবো মসজিদ
এক কাতারে সামিল হয়ে পড়বো ঈদের নামাজ
বাড়ি ফিরে দুঃখী জনদের করবো দান খৈরাত
বাড়ির যারা বড়ো আছেন করবো তাদের সালাম
ছোট্টদের ভালোবাসা স্নেহ দিয়ে ভরিয়ে দেব প্রাণ
বিশ্ব জুড়ে তৈরি হবে খুশির বিশাল এক মহল
এমন দিনে দোয়া করি স্রষ্টা করুন সবার মঙ্গল
ঈদের খুশির বার্তা নিয়ে এসেছি তোমার কাছে
জানিয়ে যাই একফালি চাঁদ আকাশে দেখাগেছে
সময় অনেক কম বন্ধু যেতে হবে অনেক বাড়ি
কালকে খুশির ঈদ হবে খবর পৌঁছাতে হবে তারি
পারলে তুমি এসো বন্ধ আমার বাড়ির আঙ্গিনায়
আপন করে নেবো তোমায় ঈদের খুশির ছোয়ায়
***Eid Mubarak***
স্রষ্টা তুমি সবার প্রিয় দিয়েছ মহান ঈদ
কাল খুশির চাঁদ দেখে ভুলে গেছি নিদ
আপন পর সবাই ভাই পবিত্র ঈদের দিনে
ভালোবাসা ছড়িয়ে যাবে সকল মানুষ জনে
ডুবে যাবে বিশ্ববাসী আনন্দের সাগরে
রমজানের পরে চাঁদের পাল্কি চড়ে
এসেছে খুশির ঈদ সবার ঘরে ঘরে
মাহে রমজান জুড়ে রোজা রাখার পরে
ঈদের উল্লাস ছড়িয়ে যাবে হৃদয় জুড়ে
***Eid Mubarak***
আসমানী চাঁদ উঠলো হেসে
ভরে গেলো মন আবেশে
কালকে খুশির ঈদ হবে
শুভেচ্ছা জানাই ভালোবেসে
ঈদ মোবারক সালাম জানাই
সব মানুষকে ভালোবেসে
আজকে খুশির ঈদ এসেছে
রমজানের রোজার শেষে
মানবতার জ্বলুক আলো
সবার মনের আঁধার দেশে
বুকে বুকে মিলন হবে
একে অপরকে ভালোবেসে
***Eid Mubarak***
রমজানের রোজা শেখায় সংযম শিক্ষা
পবিত্র ঈদ দেয় মোদের মিলনের দীক্ষা
চিরদিন থাকে যেনো একে অপরের মিল
বিরোধের দরজাতে পরে যাক চিরতরে খিল
এমন ঈদের দিন হয় যেনো প্রতিদিন
হৃদয়ের ভালোবাসা হোক উম্মুক্ত আর স্বধীন
আল্লাহ তালার রহমতে খুলে গেছে সব বাঁধ
আসমান থেকে হাসছে ঈদুল ফিতরের চাঁদ
ঘরে ঘরে পৌঁছে গেছে ঈদের শুভেচ্ছা বার্তা
সবার মনে দেখা দিয়েছে আনন্দের সত্তা
***Eid Mubarak***
ঈদ এলে হয় কত কেনা কাটা
নতুন পোশাক পরে ভুবন দেখা
ধনীদের গায়ে থাকে হাজার টাকা
গরীবের গায়ে সেই ছেরা ফাটা
ঈদের খুশিতে তবু নাই ভেদাভেদ
পারেনা দারিদ্র্য করতে বিচ্ছেদ
বরকতময় চাঁদনী এই রাত
সবার জীবনে অনে হায়াৎ
এসো সবাই ও মমিন ভাই
আনন্দে ভরা কাটাই এই রাত
সবার জন্য আজকে সবাই
দুহাত তুলে করি মোনাজাত
***Eid Mubarak***
বছর ঘুরে ঈদুল ফিতর
এলো আল্লাহর মহিমায়
সবাই আজ এক হব
ভেদাভেদ থাকবেনা দুনিয়া
ঈদের চাঁদের আনন্দের ভরা
আকাশ বাতাস মাতোয়ারা
ঈদের নামাজ শেষে সবাই
মিলবে ভাইয়ের গোলে ভাই
সকাল গেলো সন্ধ্যা হলো নামলো আঁধার রাত
খুশির খবর নিয়ে এলো দুর গগনের চাঁদ
কালকে খুশির ঈদে হবে অনেক আয়োজন
পিঠা পুলি সীমুই হবে ঘরে আসবে প্রিয়জন
***Eid Mubarak***
বছর ঘুরে ঈদ এলো ফিরে
বিশ্বের প্রতিটি ঘরে ঘরে
ঈদের খুশির আনন্দ গানে
শান্তি আসুক সবার প্রাণে,
পুরনো দুঃখ ভুলে গিয়ে
নতুন ভালোবাসা দাও বিলিয়ে
চাঁদের আলো উঁকি দিল রাতের আসমানে
ঈদের খুশির বার্তা এলো আল্লহ পাকের জমিনে
খোদার রহমত বর্ষিত হলো বিশ্ববাসীর প্রাণে
ক্রোধ বিদ্বেষ দূর হয়ে যাবে ঈদের মহা মিলনে
ধনী গরিব আমির ফকিরে থাকবেনা ভেদাভেদ
এক হয়েযাবে সকল মানুষ থাকবেনা কোনো ক্ষেদ
***Eid Mubarak***
দেখা দিল ঈদের চাঁদ দূরের আকাশ কোলে
মনে আছে যত ব্যথা সব যাবো আজ ভুলে
সকাল হলে গোসল সেরে সুগন্ধি মেখে গায়ে
হাতে হাত রেখে পায়ে পায়ে হেঁটে যাবো ঈদ গাঁয়ে
মানুষে মানুষে থাকেনা যেনো কোনো ভেদাভেদ
খোদা তুমি দূর করে দিও মনের জমানো ক্ষেদ
সবে মিলে গাইবো আজ মহা আনন্দের গীত
সালাম জানাই সকলকে আজকে মহান ঈদ
চাদ নজরে এসেছে খুশিতে মন মেতেছে
রোজাদার মোমিন মোমিনার হয়েছে আজ জিত
***Eid Mubarak***
আকাশের বুকে চাঁদ উঠেছে
সেজেছে নগরী সড়ক
সবার আগে জানাই তোমায়
পবিত্র ঈদ মোবরক
চারিদিকে আজ খুশির জোয়ার
হৃদয় মিলে হবে একাকার,
ফুলে ফুলে বনে বনে চাঁদ উঠেছে গগনে
মহামিলন হবে খুশির ঈদের আয়োজনে
নিরবতা নিয়ে ভালোবাসা এলো মনে
অনুরাগে আজ ভেসে যাবো দুজনে
মিষ্টি সুখের আসা লাগুক শুধু প্রাণে
***Eid Mubarak***
ঈদের খুশির বাঁধ ভেঙ্গেছে চাঁদের আলোর ঝলকে
হৃদয়ে শুধু তুমি আছো প্রিয় আর চোখের পলকে
চাঁদের কাছে আছে জমা আমার অনেক ঋণ
মেটাবো সবই তা পাই যদি তোমাকে ঈদের দিন
******** ঈদ মোবারক *******
তুমি আমার ঈদের চাঁদ মন করেছ জয়
তুমি ছাড়া কেমন করে ঈদ একা কাটাই
সুখের স্বপন আঁকবো দুজন হবে মুলাকাত
ঈদের দিনে মিলব দুজন থাকবেনা তফাৎ
বন্ধু সুজন করবো কূজন বলবো অনেক কথা
কাছে এসে ভালোবেসে যুরাবো প্রণয় ব্যথা
***Eid Mubarak***
যেদিকে তাকাই ফুলের হাসি মধুর বাঁশি বাজে মনে
এ কোন সুখে মন ভরে যায় রঙ ছড়ায় দুই নয়নে,
এলে তুমি আমার জিবনে এলো খুশি মন কাননে
ঈদের পরশে মনের হরষে জাগে প্রেম হৃদয় কোনে,
কতো কথা মনেতে জমা চাঁদ হাসে ওই দূর গগনে
মনে হয় সব বলে দিই তোমায় মধুর এই মহালগণে,
***Eid Mubarak***
ঝিকি মিকি তারা জ্বলে আকাশের আঁচলে
কতো কথা আছে লেখা দুচোখের কাজলে
চাঁদ রাতের জোছনা লুকিয়ে কি রাখা যায়
মনেরি কামনা হৃদয়ে কি বেঁধে রাখা যায়
******** ঈদ মোবারক ********
মন দিয়ে মন হলে তুমি আমার আপন
প্রিয় তুমি কেনো করলে এমন
হৃদয়ে আছে লেখা শুধু নাম যে তোমার
স্বপ্ন রাতের দেশে তুমি চাঁদ যে আমার
কথা নয় ঈদের দিন শুধু চেয়ে থাকবো
দুজনার মুখ চেয়ে দুজনেতে ভাববো
চাঁদের আলোতে হাসবে দূরের গগন
তুমি আমার আপন ছিলে থাকবে আপন
***Eid Mubarak***
আকাশে আকাশে বাতাসে বাতাসে
পবিত্র ঈদের খুশির সুরভী ভাসে
যেদিকে দুচোখ মেলি দেখিযে তোমায়
তুমি যে দাড়িয়ে আছো আমার অপেক্ষায়
হৃদয় ভরা তোমার স্নেহের ছোঁয়ায়
ধন্য তুমি করে দিয়েছো আমায়
খুশির এমন দিনে তোমাকে ঈদের শুভচ্ছা জানায়
***Eid Mubarak***
If you like this post please share this with your friends