Credits:
Song: Nobi Mor Porosh MoniVoice: Ishrak Hussain & Ayisha Abdul Basith
Lyric & Tune: Kazi Nazrul Islam
Mix mastered & Produced by Ishrak Hussain
Recorded in Studio Saturn
It’s a joint venture project of Bangladesh and India
Nobi Mor Porosh Moni (নবী মোর পরশ মনি) Bangla Gojol Lyrics
নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী নাম জপেই যে জন সেইতো দোজাহানের ধনী
নবী নাম জপেই যে জন সেইতো দোজাহানের ধনী
নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী নাম জপেই যে জন সেইতো দোজাহানের ধনী
নবী নাম জপেই যে জন সেইতো দোজাহানের ধনী
ঐ নামে সুর ধরিয়া
পাখী যায় গান করিয়া
ঐ নামে সুর ধরিয়া
পাখী যায় গান করিয়া
ঐ নামে মজনু হইলো
ঐ নামে মজনু হইলো
মানায় আমার কাদের গনি
নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী
নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী
ওই নামে মধু মাখা
ওই নামে যাদু রাখা।
ঐ নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী
নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী নাম জপেই যে জন সেইতো দোজাহানের ধনী
নবী নাম জপেই যে জন সেইতো দোজাহানের ধনী
নিদানে আখেরাতে
ত্বরাইতে পুল সিরাতে
নিদানে আখেরাতে
ত্বরাইতে পুল সিরাতে
কান্ডারী হইয়া নবী পার করিবেন সেই তরণী
কান্ডারী হইয়া নবী পার করিবেন সেই তরণী
নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী নাম জপেই যে জন সেইতো দোজাহানের ধনী
নবী নাম জপেই যে জন সেইতো দোজাহানের ধনী
নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী নাম জপেই যে জন সেইতো দোজাহানের ধনী
নবী নাম জপেই যে জন সেইতো দোজাহানের ধনী