Gojol Radhitu Billah Lyrics. This bangla islamic song is sung by Munaem Billah. Radhitu Billah Lyrics are written by Abul ala Masum. Munaem billah islamic song, Munaem billah nasheed, Munaem billah, Bangla gojol
Song - Radhitu billah
Singer - Munaem billah
Lyric & tune - Abul ala Masum
Cast - D. M M Mostak, Munaem Billah, Yeasin Haydar,Tasnim alam. Mohhammad hossen sani, mohammad hasan saon,khalid, jayed.
Story & Direction - Farhad ahmed
Cinematographer - Anwar Anu
Visual Effects - Boomerang Studio & Visual Effects
Post Executive - Amel
Drone & Ronin Operator - Anwar Anu
Radhitu Billah Lyrics
আল্লাহ তুমি প্রিয়
প্রিয় করে নিও
আমাকে
কবুল করে নিও
আমাকে
রদিতু বিল্লাহি রববা
ওয়া বিল ইসলামি দিনা
ওয়া বিমুহাম্মাদিন (সা:)
নাবিইয়া।
ইবাদাতে নত থাকে
আমার মন আমার ক্ষণ
জীবন শাখে বাকে বাকে
প্রভু তোমার আয়োজন
হৃদয়ে শুধুই তোমার প্রেম
গেঁথে দাও সযতনে রব
তোমার ভালোবাসাতে প্রভু
সমর্পিত আমার সব
শপথে পথ চলা
অবাধ্য হব না...
মেপে চলি কথা বলি
তোমার পথ তোমার মত
হৃদয় দিয়ে মেনে নিয়ে
ফেলে দিয়ে পথ অসত
তোমাকে ভালোবাসি বলেই
ছেড়েছি রঙেরই ধরা
তুমিও ভালোবাস বলেই
বিধানে জীবন গড়া
শপথে পথ চলা
পথ ছেড়ে যাব না...