মায়ের স্বপ্ন জুবাইদা আক্তার - Mayer Shopno Jubaida Akther

মায়ের স্বপ্ন জুবাইদা আক্তার - Mayer Shopno Jubaida Akther

মায়ের স্বপ্ন
জুবাইদা আক্তার


মায়ের স্বপ্ন খোকা একদিন 
মস্ত বড় মানুষ হবে।
ভালো-মন্দ বিচার করতে পারবে
মায়ের মুখে হাসি ফুটাবে
স্বপ্ন সব সত্যি করবে।
তাই তো মা রোজ করে মুনাজাত
ভালো রাখো খোদা তুমি
আমার খোকার প্রতিটা দিন।
কত আদর-স্নেহে
কত না যতনে আগলে
বড় করে মা খোকাকে।
কষ্টের একটু আছও যেনো
লাগতে দেয়নি মা খোকাকে।
নিজে না খেয়ে
খোকাকে খাওয়াতো পেট ভরে।
একদিন খোকা বড় হয়
স্কুল-হাইস্কুল দুটোই করে শেষ।
এবার পালা মায়ের স্বপ্ন পূরণের।
তাই তো মা 
নিজের শেষ সম্বল জমিটাও
দিয়ে দেয় বন্দক।
খোঁকাকে পড়াতে হবে শহরে।
খোঁকা যায় পড়তে শহরে
ঠেলা-ঠেলি আর জনমানবের ভিড়ে।
বড় যে হতেই হবে খোকাকে
মায়ের স্বপ্ন যে করতেই হবে পূণ্য।
সাহেবে দের ভিড়ে
নিজেকে মানাতে কত যে প্রচেষ্টা।
হলে একটা সীট পাওয়ার আসায়
মামা-চাচাদের পিছ ধড়া।
তবুও যেনো মেলে না থাকার যায়গা।
নাম লিখাতে হয় রাজনীতিতে
যেতে হয় মিটিং মিছিলে।
মারামারি-হুড়োহুড়ি সবই যেনো
নিত্যদিনের রুটিন।
একদিন খোকা লুটে পড়ে যায়
মিছিলে! পিসে চলে যায় একেএকে
খোঁকারে দেহ দিয়ে।
মা আশায় থাকে,
একদিন খোঁকা ফিরবে
মস্ত মানুষ হয়ে মায়ের কোলে। 
মা'কে গাড়ি চড়াবে
দেশ-বিদেশ ঘুড়াবে।

মায়ের চোখের জল মুছাবে।
দুঃখ-কষ্ট ঘোচাবে।
সবই ভাবে মা।
হটাৎ একদিন খুব সকালে
বাড়ির উঠানে 
সাদা রঙ্গা একটি গাড়ি আসে।
অধির আগ্রহে মা দেখতে থাকে
কে যেনো এসেছে,
সাদা কাপড়ে মুড়িয়ে
তার বাড়ির উঠোনে।
বলে ওঠে,
কে, ও কে গাড়িতে?
কাছে গিয়ে দেখে মা
এত আমার খোঁকা।
কি হয়েছে খোঁকার,
কে করল এমন অবস্থা?
মায়ের আহাজারি কান্না।
মায়ের স্বপ্ন পূরনে
চলে গেলো খোঁকা 
সেই সুদূরে।
মা আজও পথ চেয়ে থাকে
খোকা ফিরবে একদিন
মায়ের স্বপ্ন পূরণ করে।

আরো পড়ুন ↴

Next Post Previous Post